• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৬, ২০১৯, ০৩:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ৬, ২০১৯, ০৩:৩৭ পিএম

পাসের হার, জিপিএ ৫ দুটোই বেড়েছে মাদ্রাসা বোর্ডে

পাসের হার, জিপিএ ৫ দুটোই বেড়েছে মাদ্রাসা বোর্ডে


এবারের দাখিল পরীক্ষায় গড় পাসের হার গতবারের চেয়ে ১২ দশমিক ১৪ শতাংশ বেড়েছে। একই সঙ্গে বেড়েছে জিপিএ-৫। এবার পাসের হার বেড়ে হয়েছে ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ। গতবার ছিল ৭০ দশমিক ৮৯ শতাংশ।

সোমবার এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফল প্রকাশ করা হয়। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৬ হাজার ৭৮০ জন। এর মধ্যে পাস করেছে ২ লাখ ৫৪ হাজার ৭১০ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৮৭ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৩৭১ জন।

আরএম/আরআই