• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৬, ২০১৯, ০৩:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ৬, ২০১৯, ০৩:৪৭ পিএম

চট্টগ্রাম বোর্ডে কমেছে জিপিএ-৫, বেড়েছে পাশের হার   

চট্টগ্রাম বোর্ডে কমেছে জিপিএ-৫, বেড়েছে পাশের হার   

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় গতবারের তুলনায় পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। সোমবার (০৬ মে) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়। 

চট্টগ্রাম বোর্ডে এবা‌র পাস করেছে ৭৮ দশমিক ১১ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে ২ দশমিক ৬১ শতাংশ। ২০১৮ সালে এই শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭৫ দশমিক ৫০ শতাংশ। এই শিক্ষা বোর্ডে এ বছর জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩৯৩ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় ৭০১ জন কম। গত বছর জিপিএ-৫ পেয়েছিলো ৮ হাজার ৯৪ জন শিক্ষার্থী।

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার সব শিক্ষা বোর্ডে সম্মিলিত পাসের হার ৮২.২০ শতাংশ। এর মধ্যে এসএসসিতে পাসের হার ৮২.৮০ শতাংশ, মাদ্রাসায় ৮৩.০৩ শতাংশ ও কারিগরিতে ৭২.২৪ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী।

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ২১ লাখ ২৭ হাজার ৮১৫ শিক্ষার্থী অংশ নিয়েছেন। এরমধ্যে ১০ লাখ ৫৯ হাজার ২৮৮ জন ছাত্রী এবং ১০ লাখ ৬৮ হাজার ৫২৭ জন ছাত্র। এর মধ্যে আট শিক্ষা বোর্ডে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ শিক্ষার্থী পাস করেছে। 

এএইচএস/বিএস