• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৪, ২০১৯, ০৭:১৫ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৪, ২০১৯, ০৭:১৫ পিএম

ঢাকা বোর্ডের জেএসসিতে বৃত্তির তালিকা প্রকাশ

ঢাকা বোর্ডের জেএসসিতে বৃত্তির তালিকা প্রকাশ

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০১৮ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা ঘোষণা হয়েছে। গত বছরের ২৪ ডিসেম্বর জেএসসির ফল প্রকাশ হয়। শিক্ষা মন্ত্রণালয় বৃত্তির নীতিমালা প্রকাশ করে গত মাসে। অন্যান্য শিক্ষা বোর্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা আরো আগে প্রকাশ করলেও ঢাকা বোর্ড তা আজ ১৪ মে প্রকাশ করেছে। এবার ঢাকা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা কম হওয়ায় এ প্লাস না পেয়েও বৃত্তি পাবে অনেকেই। 

জানা গেছে, সাধারণ বৃত্তি ও মেধা বৃত্তি- এ দুটি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হয়েছে। মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে মাসে ৪৫০ টাকা দেবে সরকার। আর বার্ষিক হারে প্রত্যেক শিক্ষার্থীকে ৫৬০ টাকা করে দেয়া হবে। অপরদিকে, সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে মাসিক ৩০০ টাকা হারে বৃত্তি দেয়া হবে। এছাড়া সাধারণ বৃত্তিপ্রাপ্তদের বার্ষিক ৩৫০ টাকা দেয়া হবে। ৯ম থেকে ১০ম শ্রেণি- এ দুই বছর বৃত্তির সুবিধা পাবেন তারা। 

তালিকা দেখুন এই লিংকে: http://www.dainikshiksha.com/public/uploads/JSC%20talika.pdf

এমএ/ এফসি