• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৭, ২০১৯, ০৫:২৯ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৭, ২০১৯, ০৫:৩০ পিএম

এইচএসসি

বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৪.০৭%, জিপিএ ৫ ২৬ জন

বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৪.০৭%, জিপিএ ৫ ২৬ জন

এইচএসসি ও সমমানের পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৪ দশমিক ৭ শতাংশ।

বুধবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ পরবর্তী সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিদেশে প্রতিষ্ঠানের সংখ্যা ছিল আটটি। কেন্দ্রও ছিল আটটি। এই আটটি কেন্দ্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৭০ জন। তাদের মধ্যে পাস করেছে ২৫৪ জন।পাসের হার ৯৪ দশমিক ৭ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২৬ জন। 

চলতি বছরে এইচএসসিতে পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ জন।তাদের মধ্যে দেশের ৮টি শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৭১ দশমিক ৮৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪১ হাজার ৮০৭ জন। মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৫৬ শতাংশ, জিপিএ-৫ ২ হাজার ২৪৩ জন। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৬২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ২৩৬ জন। 

সংবাদ সম্মেলনে  মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহবার হোসাইন, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ ফারুক উপস্থিত ছিলেন।

টিএইচ/এসএমএম

আরও পড়ুন