• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ২৩, ২০১৯, ০৩:৩০ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৩, ২০১৯, ০৩:৩০ পিএম

বেসরকারি শিক্ষকদের টানা অবস্থান ধর্মঘট ৩৮ দিনে

বেসরকারি শিক্ষকদের টানা অবস্থান ধর্মঘট ৩৮ দিনে
অবস্থান ধর্মঘটে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা- ছবি: জাগরণ

বেসকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের দাবিতে টানা ৩৮ দিন ধরে অবস্থান ধর্মঘট করছেন ‘বেসরকারি প্রাথমিক শিক্ষকরা। গত ১৬ জুন থেকে চার হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের দাবিতে ‘বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির’ ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন শিক্ষকরা। টানা ৩৮ দিনের অনশনে ইতোমধ্যে একজন শিক্ষকের মৃত্যুসহ ২৫৯ জন অসুস্থ হয়ে পড়েছেন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পড়েছেন ১০ জন। 

এদিকে সরকারের পক্ষ থেকে কোনো ধরণের আশ্বাস না পাওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষক নেতারা।

মঙ্গলবার (২৩ জুলাই) বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আ স ম জাফর ইকবাল এক সংবাদ বিজ্ঞপ্তি দেন। 

এতে বলা হয়, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের পাশের ফুটপাতে ৩৮ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছি আমরা। তবে এখনও আমরা কোনো সুখবর পাইনি। ২০১৩ সালের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার ১৯৩ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। ওই সময় ২৬ হাজার ১৯৩ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান করা হয়েছিল। তার সংখ্যা যথাযথ না হওয়ায় জাতীয়করণ যোগ্য আরও ৪ হাজার ১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বঞ্চিত হয়েছিল। সেই বঞ্চিত স্কুলগুলো জাতীয়করণের দাবিতে ৩৮ দিন ধরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে আসছি আমরা।

সংগঠনের সিনিয়র যুগ্ম-মহাসচিব বদরুল আমিন সরকার ফরহাদ বলেন, আমরা আমাদের সন্তানদের পড়ালেখার খরচ ও ভাল পোশাক কিনে দিতে পারি না। বাবা-মা অসুস্থ হলে চিকিৎসার খরচ যোগাতে পারি না। মানবেতর জীবনের অভিশাপ থেকে মুক্তিপেতেই কেবল আমরা মানবতার জননী যিনি ২৬ হাজার ১৯৩টি বিদ্যালয়ের ১ লাখ চার হাজার ৭৭২ জন শিক্ষকের মুখে অন্ন তুলে দিয়েছেন। যিনি ৭ লাখ রোহিঙ্গাকে বুকে টেনে নিয়েছেন। যিনি নিজ অর্থে পদ্মা সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়নের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। তার দুরদর্শিতায় আজ মধ্যম আয়ের এই দেশে ৫ লাখ কোটি টাকা বাজেট ঘোষণায় আধুনিক বাংলার স্বপ্ন দেখাতে আমাদের প্রেরণা যোগায়। তিনি আমাদের দিকেও খেয়াল রাখবেন বলে আমরা আশাবাদী। 

মো. মামুনুর রশীদ খোকনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত আছেন- মহাসচিব কামাল হোসেন, সংগঠনের নেতা মোখলেছুর রহমান মানিক, শামসুল হক, রফিকুল ইসলাম, আতিকুর রহমান, আফরোজা আক্তার, সেলিম মিয়া, লিটন হোসেন, মনির হোসেন, মো. কামরুল, মহসিন উদ্দিন, আ. হক, বাবুল আখতার, মজিবর রহমান, শরিফা খাতুন, নাজমা আক্তার প্রমুখ।
 
টিএস/বিএস