• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ২৯, ২০১৯, ০৯:০৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৯, ২০১৯, ০৯:১০ পিএম

ইউজিসির অভিন্ন নীতিমালা জবি শিক্ষক সমিতির প্রত্যাখ্যান

ইউজিসির অভিন্ন নীতিমালা জবি শিক্ষক সমিতির প্রত্যাখ্যান
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) খসড়া অভিন্ন নীতিমালা প্রত্যাখান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নূর মোহাম্মাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে জানা যায়, অভিন্ন নীতিমালা বিষয়টি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রচলিত আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং স্বায়ত্তশাসনের সঙ্গে সাংঘর্ষিক; যা বৃহত্তর শিক্ষাস্বার্থের পরিপন্থী। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মঘণ্টা স্থিরকরণ, নিয়োগ ও আপগ্রেডেশনসহ বেশকিছু বিষয় শিক্ষকদের দৃষ্টিগোচর হয়। খসড়া ‘অভিন্ন নীতিমালা’ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজ গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করছে।

এছাড়া এই নীতিমালা পাস করলে চলমান সেশনজট মুক্ত শিক্ষার সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত করতে পারে বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মনে করে। তাই তারা এই নীতিমালা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। 

একেএস
 

আরও পড়ুন