• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০১৯, ০৪:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০১৯, ০৪:৫২ পিএম

জাবি ভিসির কার্টিসি ট্যুর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

জাবি ভিসির কার্টিসি ট্যুর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষ করে বের হয়ে যাচ্ছেন জাবি উপাচার্য ফারজানা ইসলাম-ছবি : জাগরণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ফারজানা ইসলাম সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসার বিষয়টি ‘কার্টিসি ট্যুর’। এখানে তেমন কোনও বিষয় নিয়ে আলোচনা হয় নি।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে জাবি ভিসির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জাবি ভিসি এসেছেলেন তার নিরাপত্তার বিষয়ে, না-কি পদত্যাগ করছেন, এসব বিষয়ে আপনার সঙ্গে কোন আলোচনা হয়েছে— এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, না এসব বিষয়ে নয়, জাস্ট কার্টিসি ট্যুর।

তিনি সময় পেলে প্রায়ই আসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তেমনি সৌজন্য সাক্ষাতই এসেছিলেন। জাবি ভিসি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বেরিয়ে যাওয়ার সময়ে সাংবাদিকরা পদত্যাগের বিষয়ে প্রশ্ন করলে তিনি কোনও মন্তব্য করেন নি।

এমএএম/এসএমএম