• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০১৯, ১১:১১ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৯, ২০১৯, ০৩:৪৩ পিএম

জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু  ২ নভেম্বর

জেএসসি ও জেডিসি পরীক্ষা  শুরু  ২ নভেম্বর
পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা- ফাইল ছবি

আগামী ২ নভেম্বর রাজধানী ঢাকাসহ সারাদেশে একযোগে শুরু হচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষা। এ বছর মোট পরীক্ষার্থী ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। 

পরীক্ষা শুরুর প্রথম বছর ২০১০ সালে এই পরীক্ষায় পরীক্ষার্থী ছিলো ১৪ লাখ ৯২ হাজার ৮০২ জন।

এর মধ্যে জেএসসি পরীক্ষায় ছাত্র ১০ লাখ ৪২ হাজার ৯০৭ জন আর ছাত্রী হচ্ছে ১২ লাখ ১৭ হাজার ৮০৯ জন। মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২০ হাজার ১৬৬টি। কেন্দ্র সংখ্যা ২ হাজার ২২৪টি। 

জেডিসি’ত এবার পরিক্ষার্থী হচ্ছে ছাত্র ১ লাখ ৭৮ হাজার ৭৮৮, আর ছাত্রী হচ্ছে ২ লাখ ২২ হাজার ১৭৮ জন। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ৯ হাজার ৯৬টি। কেন্দ্রের সংখ্যা হচ্ছে ৭৫৮টি।

এবার জেএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে ২ লাখ ৩৩ হাজার ৩১০ জন। জেডিসিতে অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৩০ হাজার ২৯১ জন। 

এ বছর বিদেশে মোট ৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্রগুলো হচ্ছে - জেদ্দা,  রিয়াদ, মদিনা, ত্রিপলি, দোহা, সাহাম, বাহরাইন, আবুধাবি ও দুবাই।  

এমএএম/বিএস/টিএফ