• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ৫, ২০১৯, ০২:৪০ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৫, ২০১৯, ০২:৪৯ পিএম

আন্দোলনকারীদের প্রতি জাবি উপাচার্য

অপরাধ প্রমাণ করলে পদত্যাগ

অপরাধ প্রমাণ করলে পদত্যাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্য ড. ফারজানা ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্য ড. ফারজানা ইসলাম বলেছেন, ২০-২৫ জন শিক্ষার্থী-শিক্ষক আন্দোলন করলেই পদত্যাগ হবে না, অপরাধ প্রমাণ করতে হবে। 

মঙ্গলবার (০৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপাচার্য ড. ফারজানা ইসলাম অবরুদ্ধ থেকে উন্মুক্ত হয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।

তিনি বলেন, জামায়াত-শিবিরপন্থি কিছু শিক্ষক-শিক্ষার্থীর আন্দোলন করে পরিবশে নষ্ট করছে। এই পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য ছাত্রলীগকে অভিনন্দন জানিয়েছেন তিনি। ক্যাম্পাসে গণঅভ্যূথ্থনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আন্দোলনের কারণে যে ক্ষতি হয়েছে তার হিসেব নেয়া হবে বলেও কঠোরভাবে সমালোচনা করেন তিনি।

এসময় তিনি আরো বলেন , কোনও প্রমাণ করতে পেরেনি যে আমি দোষী। প্রমাণ করতে না পেরে দোষী করাকে জাতির প্রতি অশ্রদ্ধা জানানো হচ্ছে।

এর আগে, সোমবার (৪ নভেম্বর) রাতে উপাচার্য ড. ফারজানা ইসলামের বাসভবন আন্দোলনকারী শিক্ষার্থীরা অবরুদ্ধ করেন। পরে আজ সকালে উপাচার্যপন্থি শিক্ষক ও ছাত্রলীগ কর্মীরা আন্দোলনকারীদের উপর হামলা করে উন্মুক্ত করে উপাচার্যকে। 

টিএফ

আরও পড়ুন