• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ৯, ২০১৯, ০১:২২ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৯, ২০১৯, ০১:২২ পিএম

ঘূর্ণিঝড় বুলবুল : ১১ নভেম্বরের জেএসসি-জেডিসি পরীক্ষাও স্থগিত

ঘূর্ণিঝড় বুলবুল : ১১ নভেম্বরের জেএসসি-জেডিসি পরীক্ষাও স্থগিত
জিএসসি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা- ফাইল ছবি

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে সোমবারের (১১ নভেম্বর) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার (০৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালেয়র জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে একই কারণে শনিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়। পরে এদিনের জেএসসির পরীক্ষা ১২ নভেম্বর ও জেডিসির পরীক্ষা ১৪ নভেম্বর নেওয়ার সিদ্ধান্ত হয়।

অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষায় এবছর অংশ নিচ্ছে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী। 

উল্লেখ্য গত ২ নভেম্বর থেকে জেএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। শেষ হওয়ার কথা ছিল ১১ নভেম্বর। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে এখন পর্যন্ত দু’দিনের পরীক্ষা স্থগিত করতে হয়েছে।

বিএস 
 

আরও পড়ুন