• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২০, ১০:৫৯ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৩, ২০২০, ১১:০০ এএম

পরীক্ষার সময় রাজনৈতিক কর্মসূচি না দেয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

পরীক্ষার সময় রাজনৈতিক কর্মসূচি না দেয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
গণমাধ্যমের সাথে কথা বলছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ● সংগৃহীত

এসএসসি ও সমমানের মাধ্যমিক পরীক্ষা চলাকালে কোনও ধরনের কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

 সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁও সরকারি বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

সারাদেশে একযোগে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথমদিন অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথম পত্র পরীক্ষা।

সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়েছে।

দেশের তিন হাজার ৫১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছ।

১ ফেব্রুয়ারি (শনিবার) পরীক্ষা শুরুর কথা থাকলেও ঢাকার দুই সিটি করপোরেশনের ভোটের তারিখ পিছিয়ে যাওয়ায় ৩ ফেব্রুয়ারি (সোমবার) তারিখ পুননির্ধারণ করা হয়।

ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে প্রতারণার অভিযোগে ১০টি ফেসবুক আইডি ও পেইজ ব্লক করেছে পুলিশের সাইবার অ্যান্ড ক্রাইম ইউনিট।

এসএমএম

আরও পড়ুন