• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৬, ২০২০, ১০:১৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ৬, ২০২০, ১০:১৯ পিএম

কোভিড-১৯

৩০ মে পর্যন্ত বন্ধ বাড়ল সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ

৩০ মে পর্যন্ত বন্ধ বাড়ল সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ
ফাইল ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) সৃষ্ট উদ্ভুত পরিস্থিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর জানায়, ৩০ মে (শনিবার) পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে৷

বুধবার (৬ মে) মধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুকের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে৷

আদেশে বলা হয়েছে, ‘‘করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে এবং শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের নির্দেশে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময়সীমা আগামী ৩০ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এ সময়ে নিজেদের এবং অন্যদের করোনাভাইরাসের সংক্রমণ রোধে শিক্ষার্থীরা নিজ নিজ অবস্থানে অবস্থান করবেন।’’

এ সময় অভিভাবকদের শিক্ষার্থীদের বাসায় অবস্থান নিশ্চিত করতে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

এসএমএম

আরও পড়ুন