• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৭, ২০২০, ০৩:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ৭, ২০২০, ০৩:৪৯ পিএম

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নতুন সেমিস্টার শুরু করতে পারবে

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নতুন সেমিস্টার শুরু করতে পারবে

করোনাভাইরাস (কোভিড ১৯) এ উদ্ভূত পরিস্থিতির কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য গাইডলাইন প্রকাশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

সেখানে বলা হয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহ এই গাইডলাইন অনুযায়ী চলতি সেমিস্টারের অসমাপ্ত কার্যক্রম (পাঠদান, পরীক্ষা ও মূল্যায়ন) অনলাইনে সম্পাদন করতে পারবে। পাশাপাশি আগামী সেমিস্টারেও শিক্ষার্থী ভর্তি করতে পারবে।

বৃহস্পতিবার (৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন।

 

বিজ্ঞপ্তিতে জানান হয়, করোনাভাইরাসের কারণে দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পাঠদান, পরীক্ষা গ্রহণ, মূল্যায়ন এবং শিক্ষার্থী ভর্তি বিষয়ে একটি গাইডলাইন প্রকাশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

গাইডলাইনটি ইউজিসি ওয়েবসাইটে প্রকাশ ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে। ইউজিসির দেয়া নির্দেশনাটি www.ugc.gov.bd এর নোটিশ অপশনে পাওয়া যাবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এক ভার্চুয়াল বৈঠকে গাইডলাইন প্রণয়ন বিষয়ে আলোচনা হয়। সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি), পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এসএমএম

আরও পড়ুন