• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৭, ২০২০, ০৯:১৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৮, ২০২০, ০২:৫৭ পিএম

সব শিক্ষাপ্রতিষ্ঠান ১৫ জুন পর্যন্ত বন্ধ

সব শিক্ষাপ্রতিষ্ঠান ১৫ জুন পর্যন্ত বন্ধ
ফাইল ছবি

আগামী ১৫ জুন (সোমবার) পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বুধবার (২৭ মে) এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার (২৮ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি বলেন, আগের মতোই অনলাইনে পাঠ্যক্রম  চলবে।

করোনাভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়া ঠেকাতে গত ১৬ মার্চ সরকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় এরপর থেকে এখনও তা বন্ধ রয়েছে।

বুধবার বাংলাদেশে আরও ১৫৪১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এছাড়া মারা গেছেন ২২ জন।

দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৯২ জনে। মোট মারা গেছেন ৫৪৪ জন।

এসএমএম

আরও পড়ুন