• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১, ২০১৯, ১২:৫০ পিএম

উৎসব মুখর পরিবেশে নাটোরে বই উৎসব পালিত

উৎসব মুখর পরিবেশে নাটোরে বই উৎসব পালিত
-ছবি : সংগৃহীত

 

নাটোরে মাধ্যমিক, এবতেদায়ী, ভোকেশনাল ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার মাধ্যমে পালিত হয়েছে বই উৎসব। আজ মঙ্গলবার  (১জানুয়ারী) সকাল সাড়ে ১০ টার  দিকে শহরের সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহম্মদ শহরিয়ার, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজ্জাকুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদ উদ্দিন আহমেদ সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

এবার জেলার ২ লাখ ৫ হাজার ৮৩২ জন সরকারি ও এনজিও পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৯ লাখ বই, ১ লাখ ৫০ হাজার ৪৭০জন মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ২১ লাখ ৮২ হাজার ২১৫ টি বই এবং ৫৩ হাজার ৪৬৫ জন মাদ্রাসার শিক্ষার্থীর মাঝে ৫লাখ ৫৬ হাজার ১৭০ টি বই বিতরণ করা হবে।

এএস/