• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২০, ১২:১৫ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৩, ২০২০, ১২:১৫ পিএম

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ শুরু হচ্ছে একাদশ শ্রেনীতে ভর্তি কার্যক্রম। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম।

 
এরইমধ্যে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে সরকার। যাতে বলা হয়েছে, উপজেলা এলাকার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে একাদশ শ্রেনীতে শিক্ষার্থী ভর্তিতেসেসন ও ভর্তিফিসহ সাকুল্যে এক হাজার টাকা।

জেলা সদর এলাকায় দুই হাজার টাকা এবং ঢাকা মহানগর ছাড়া অন্যান্য মেট্রপলিটন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান গুলো তিন হাজার টাকা নির্ধারন করা হয়েছে। আর ঢাকা মেট্রপলিটন এলাকার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ভর্তি সেশন ও ভর্তিফিসহ সাকুল্যে পাচ হাজার টাকা নির্ধারন করা হয়েছে। অক্টবরে প্রথম সপ্তাহ থেকে একাদশ শ্রেনীতে ক্লাস শুরু হবে বলে জানানো হয়।

জাগরণ/এমইউ