• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২০, ০৪:২৮ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২০, ০৪:৩৮ পিএম

পিএসসি’র নতুন চেয়ারম্যান সোহরাব হোসাইন

পিএসসি’র নতুন চেয়ারম্যান সোহরাব হোসাইন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

পিএসসির চেয়ারম্যান হিসেবে ড. মোহাম্মদ সাদিকের মেয়াদ শেষ হওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন সোহরাব হোসাইন।

উল্লেখ্য, মো. সোহরাব হোসাইন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে কর্মরত অবস্থায় অবসরে যান। ১৯৮৪ বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সোহরাব ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। সোহরাব হোসেইন ১৯৬১ সালে নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় জন্মগ্রহণ করেন।

জাগরণ/এমআর