• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২০, ০৯:৪৭ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২০, ২০২০, ০৯:৪৭ এএম

হাটহাজারীর পরিচালনায় ৩ শিক্ষক, শায়খুল হাদিস পদে বাবুনগরী

হাটহাজারীর পরিচালনায় ৩ শিক্ষক, শায়খুল হাদিস পদে বাবুনগরী

প্রয়াত মহাপরিচালক আল্লামা আহমদ শফীর মৃত্যুর পরদিনই আবারো হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার কমিটিতে ফিরলেন জুনাইদ আহমেদ বাবুনগরী। তাকে শায়খুল হাদিস ও শিক্ষা সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সাথে মাদ্রাসাটি নতুন করে পরিচালনার দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানের তিন সদস্যের পরিচালক প্যানেল। তারা হলেন মাদ্রাসার সহকারী পরিচালক আল্লামা ইয়াহিয়া, আল্লামা শেখ আহমেদ ও মাওলানা মুফতি আব্দুস সালাম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আহমদ শফীর মরদেহ দাফনের পরে রাতে শুরা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার সহকারী পরিচালক আল্লামা শেখ আহমেদ।

আল্লামা শফীর স্থলে পূর্ণাঙ্গ মহাপরিচালক নিযুক্ত না হওয়া পর্যন্ত উল্লেখিত তিন আলেমের নেতৃত্বে থাকবেন আল্লামা ইয়াহিয়া।  

তিন সদস্য বিশিষ্ট কমিটি মাদ্রাসার সব কাজের সুরাহা করবেন এবং ব্যাংকসহ সব হিসাবপত্র তাদের তিন জনের স্বাক্ষরেই হবে। সবারই সমান অধিকার। কেউ এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। পরবর্তী শুরা কমিটির সভা না হওয়া পর্যন্ত এভাবেই মাদ্রাসার কার্যক্রম চলবে বলে জানান আল্লামা শেখ আহমেদ।

জাগরণ/এমআর