• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২০, ০১:০৭ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৮, ২০২০, ০১:০৭ পিএম

পরীক্ষা বাতিল প্রসঙ্গে যা বললেন প্রধানমন্ত্রী

পরীক্ষা বাতিল প্রসঙ্গে যা বললেন প্রধানমন্ত্রী

চলিত বছরের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার সব প্রস্তুতি অনেক আগেই সম্পন্ন হয়েছিল। আট মাস আগে গত ফেব্রুয়ারিতে প্রশ্নপত্র ছেপে জেলায় জেলায় ট্রেজারিতে পাঠানো হয়। প্রস্তুত ছিল ১৪ লাখ পরীক্ষার্থীও। তবে বাদ সাধে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস। দীর্ষ কয়েক মাসের নানা জল্পনা-কল্পনা শেষে গতকাল এইচএসসি  ও সমমান পরীক্ষা বাতিল করে সরকার। এর আগে এ বছরের জেএসসি ও প্রাথমিক সমাপনী (পিইসি) পরীক্ষাও করোনার কারণেই বাতিল করা হয়।

আরো পড়ুন: এইচএসসি পরীক্ষা বাতিল, সিদ্ধান্ত পুনর্বিবেচনায় সরকারকে আইনি নোটিশ

এদিকে, পরীক্ষা বাতিলের সরকারি সিদ্ধান্তে পরীক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। কেউ কেউ এ সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন। আবার প্রস্তুতি নিয়েও পরীক্ষা দিতে না পারায় কারও কারও কণ্ঠে হতাশার সুর বেজে উঠেছে। নানারকম বক্তব্য থাকলেও এ সিদ্ধান্তকে যথাযথই মনে করছেন অভিভাবক ও শিক্ষকরা। তবে পরীক্ষা না নেয়া গেলেও শিক্ষার্থীদের লেখাপড়া অব্যাহত রাখতে সরকার চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন শেখ হাসিনা।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের প্রথম অলওয়েদার সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাগরণ/এমআর