• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২০, ০৭:০৪ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৮, ২০২০, ০৭:৪০ পিএম

ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফল প্রকাশ

ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফল প্রকাশ

করোনা মহামারিতে এসএসসি ও জেএসসির ফলাফলের ভিত্তিতে এইচএসসির শিক্ষার্থীদের অটোপাস দেয়া হয়েছে। আর এই অটোপাসের ফলাফল আগামী ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে যাচ্ছে শিক্ষাবোর্ডগুলো। বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। 

এইচএসসির ফলাফল প্রকাশের বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, টেকনিক্যাল কমিটির পরামর্শ নিয়ে ডিসেম্বরের শেষের দিকে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফলাফল যেন প্রকাশ করা যায়, সেই লক্ষ্যে কাজ চলছে।
তবে আশা করা হচ্ছে, এই সময়ের মধ্যেই শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের সমন্বিত টেকনিক্যাল কমিটি এসএসসি ও জেএসসির ফলাফলের ভিত্তিতে এইচএসসির ফল নির্ধারণ করতে পারবে। সকল শিক্ষার্থীদের ফলাফল নিশ্চিত হলেই এইচএসসির শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে।  

করোনা মহামারির কারণে সম্প্রতি বাতিল করা হয় এ বছরের এইচএসসি পরীক্ষা। জেএসসি ও এসএসসির ফলাফল গড় করে নির্ধারণ করা হবে এবারের এইচএসসির ফল। গত ৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গত ৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তায় সার্বিক বিবেচনায় ২০২০ সালের এইচএসসি পরীক্ষা না নিয়ে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। যেভাবে গ্রহণযোগ্যতা পাবে, তা বিবেচনা করছি।
জাগরণ/এমইউ