• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২০, ০৩:০১ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২১, ২০২০, ০৩:০১ পিএম

২১ সালের এসএসসি পরীক্ষা প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী

২১ সালের এসএসসি পরীক্ষা প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী

শীতকালে করোনা সংক্রমণের দ্বিতীয় ধাক্কার (সেকেন্ড ওয়েভ) শঙ্কা থাকায় নভেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কিনা তা এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২১ অক্টোবর) চলতি বছর স্কুলের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন নিয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার বিষয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, আমরা এখনও বলতে পারছি না সয়মতো আগামী বছরের সব পরীক্ষা নিতে পারব কিনা। তা নির্ভর করবে করোনা পরিস্থিতির উপর। এখনও অনেকে স্বাস্থ্যবিধি মানে না, সমাবেশ করছে, মাস্ক ব্যবহার করেন না। আমরা সবাই যদি সচেতন থাকি, অবস্থা দ্রুত উন্নতি হবে। তখন আমরা সিদ্ধান্ত নিতে পারব। এখন এই পরিস্থিতিতে কোন কিছু প্রেডিক্ট করা সম্ভব না।

সম্প্রতি সরকার করোনা পরিস্থিতির কারণে চলিত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। জেএসসি ও এসএসসি পরীক্ষার গড় ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের ফল নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সরকার। তার আগে করোনা পরিস্থিতির কারণে পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং অষ্টম শ্রেণির জেএসসি ও জেডিসির পরীক্ষা বাতিল করে সরকার।

জাগরণ/এমআর