• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২০, ০২:১৪ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৪, ২০২০, ০২:১৪ পিএম

স্কুল বন্ধ থাকার পরও বেতন আদায়, সড়ক অবরোধ অভিভাবকদের

স্কুল বন্ধ থাকার পরও বেতন আদায়, সড়ক অবরোধ অভিভাবকদের
ছবি: সংগৃহীত

স্কুল বন্ধ থাকার পরও বেতন আদায়ের অভিযোগে রাজধানীর মিরপুরের রূপনগরের প্রধান সড়কে বিক্ষোভ করছেন অভিভাবকেরা। 

মনিপুর উচ্চ বিদ্যালয়ে বেতন আদায়ের অভিযোগে শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার পর থেকে অভিভাবকরা সড়কে অবস্থান নেন। এতে ওই এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, বেতনের প্রতিবাদে অভিভাবকরা সড়ক অবরোধ করছেন। অভিভাবক ও স্কুল প্রতিনিধিদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

অভিভাবকদের অভিযোগ, করোনার সময় স্কুল বন্ধ থাকলেও বেতন বন্ধ নেই। আর অনলাইনে যে ক্লাস করা হয়, তা নিয়মিত হচ্ছে না। অথচ নিয়মিত বেতন আদায়ের জন্য তারা বিভিন্ন সময় বলে আসছে। এটা অমানবিক।

জাগরণ/এমআর