• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২০, ০৭:০৪ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১১, ২০২০, ০৭:০৪ পিএম

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও গ্রেড মূল্যায়ন কমিটির সদস্য সচিব অধ্যাপক মু. জিয়াউল হক।

বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

ফল তৈরিতে আগের দুই পরীক্ষার গ্রেড নির্ধারণ করা হবে জানিয়ে জিয়াউল হক বলেন, ‘জেএসসি-জেডিসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি-সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আগের দুই পরীক্ষার ফলের ওপর শিক্ষার্থীর গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হবে।’

তিনি আরো বলেন, ‘অটো পাসে পরীক্ষার্থীদের গ্রেড নির্ণয় করতে একটি আট সদস্যের টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে আমরা চারটি সভা করে একাধিক প্রস্তাব তৈরি করেছি। তার থেকে চূড়ান্ত একটি প্রস্তাব নির্বাচন করে নভেম্বরের শেষ দিকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। তার ভিত্তিতে নীতিমালা তৈরি করে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফল তৈরি করা হবে।’
জাগরণ/এমইউ