• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২০, ০৮:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৪, ২০২১, ০৩:১৪ পিএম

মুক্তিযুদ্ধের পাঠ নিলো শিশু কিশোররা

মুক্তিযুদ্ধের পাঠ নিলো শিশু কিশোররা

শিশুকিশোরদের মধ্যে পাঠাভ্যাস ও মুক্তিযুদ্ধের ইতিহাস সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আজ শনিবার শিশু কিশোর মেলা ঢাকা নগর শাখার উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের কিশোর পাঠ’ অনুষ্ঠিত হয় রাজধানীর বাশিকপ মিলনায়তনে।

প্রতি বছরের মতো এ বছরও নানা আয়োজনে মুক্তিযুদ্ধের কিশোর পাঠ অনুষ্ঠিত হয়। আয়োজনে আলোচনা করেন বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক বিধান রিবেরু এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সহসভাপতি জয়দীপ ভট্টাচার্য।

আয়োজনে ব্রিটিশ আমল থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের গুরুত্বপূর্ণ আন্দোলন সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়। এরপর মিরপুর, কড়াইল, লালবাগ, সূত্রাপুর, খিলগাঁও সহ বিভিন্ন পাঠাগারের শিক্ষার্থীরা অনুষ্ঠানে গান,আবৃত্তি, নাচ, নাটক মঞ্চস্থ করে। সকাল থেকে বিকাল পর্যন্ত শিশু ও কিশোররা বিভিন্ন কর্মশালা ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।