• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২০, ০২:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৯, ২০২০, ০২:৫৫ পিএম

ফেব্রুয়ারিতে খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

ফেব্রুয়ারিতে খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। মঙ্গলবার দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এ সময় মন্ত্রী বলেন, “সার্বিক পরিস্থিতি ঠিক থাকলে ২০২১ সালের জুন মাসে এসএসসি এবং জুলাই ও আগস্টে এইচএসসি পরীক্ষা নেয়া হবে।”

দীপু মানি আরো বলেন, “৩১ ডিসেম্বর বই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ জানুয়ারি থেকে পরবর্তী ১২ দিন ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে। বই নেয়ার জন্য প্রতি ক্লাসের শিক্ষার্থীরা তিন দিন করে সময় পাবে। এবারও লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম চলবে।” 

শিক্ষামন্ত্রী বলেন, “যদি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে তাহলে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ক্লাস হতে পারে। এ সময়ে পিছিয়ে পড়া সিলেবাস শেষ করা হতে পারে।”