• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২১, ১০:৫৫ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২১, ০৬:৫৬ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

শিক্ষাপ্রতিষ্ঠানে  ছুটি  বাড়ল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি (কওমি মাদ্রাসা বাদে) ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। 

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ছুটি বাড়ানোর এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান।

আগের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি (কওমি ছাড়া) ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ঘোষণা করা হয়েছিল। এবার ছুটি আরো ১৪ দিন বাড়ানো হলো।  

ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যে বিশেষায়িত সিলেবাস দেওয়া হয়েছে সে অনুযায়ী লেখাপড়া চালিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

করোনা সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপর দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় মন্ত্রণালয়।