• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১, ০১:০২ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২১, ০২:৩৯ পিএম

জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী

জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী

জরুরি সংবাদ সম্মেলনে বসছেন শিক্ষামন্ত্রী দিপু মনি। সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় তিনি সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সকালে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাকালে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী অনলাইনে সংবাদ সম্মেলন করবেন। সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় খোলা নিয়েও সংবাদ সম্মেলন থেকে ঘোষণা আসতে পারে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারি মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে না। তবে পহেলা মার্চ থেকে দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার চিন্তাভাবনা চলছে। এ বিষয়ে জানাতে দুপুরে শিক্ষামন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে কয়েকদফা শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়। সবশেষ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার।

এদিকে গত ২২ জানুয়ারি করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে গাইডলাইন প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। গাইডলাইন অনুসারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতেও বলা হয়।