• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১, ০৪:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২১, ০৪:৪৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়

হল খুলতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

হল খুলতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল খুলে দিতে ৭২ ঘণ্টা আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। আগামী ১ মার্চে হলে ওঠার দাবি জানান তারা। 

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিতে টিএসসি মোড়ে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন থেকে এ দাবি করেন ঢাবি শিক্ষার্থীরা। 

রাজু ভাস্কর্যের সামনে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ‘মোদের দাবি একটাই, হল সব খোলা চাই’, ‘এক দফা এক দাবি হল, খুলবে ফেব্রুয়ারি’— স্লোগান দেন তারা।  শিক্ষার্থীরা ১ মার্চ সকালে একযোগে ঢাবির হলে উঠতে চান।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলছেন, করোনার কারণে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা। তাই শিক্ষার্থীরা চান দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দাবি মেনে নিয়ে ফেব্রুয়ারির মধ্যে হল খুলে দেওয়ার ঘোষণা দিক। 

এর আগে বেলা ১২টার দিকে স্লোগান দিতে দিতে শহীদুল্লাহ হল ও অমর একুশে হলে ঢুকতে দেখা যায় শিক্ষার্থীদের। 

আরও পড়ুন