• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২১, ১২:১৪ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২১, ১২:৫২ পিএম

১৩ মার্চ ঢাবির হল খোলার সিদ্ধান্ত স্থগিত

১৩ মার্চ ঢাবির হল খোলার সিদ্ধান্ত স্থগিত

আগামী ১৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খোলার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য (ভিসি) ড. আক্তারুজ্জামান।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) একাডেমিক কাউন্সিলের সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ সিদ্ধান্তের কথা জানান।

উপাচার্য আক্তারুজ্জামান জানান, " ঢাকা বিশ্ববিদ্যালয়ের  চলমান পরীক্ষা যথাসময়ে শিক্ষার্থীদের সম্মতি সাপেক্ষে নেওয়া হবে। তবে এখনই হল খোলা হবে না।"

হল খোলার বিষয়ে ভিসি বলেন, "শিক্ষক ও শিক্ষার্থীরা টিকা দিবে। এরপরই হল খোলা ও ক্লাস শুরু হবে।"

ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও করোনা মহামারীতে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান তিনি। 

ভিসি আক্তারুজ্জামান জানান, "সরকারি সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে ১৭ মে হল খোলা হবে। এর আগেই সব শিক্ষার্থী ও শিক্ষকদের টিকার আওতায় আনা হবে।"

এদিকে হল খোলার বিষয়ে সরকার ও প্রশাসনের সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করে শিক্ষার্থীদের এ সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন