• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২১, ০২:৫০ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২১, ০২:৫৫ পিএম

বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক চতুর্থ বর্ষের স্থগিত সব লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেওয়ার দাবিতে সড়ক  অবরোধ করে বিক্ষোভ করছেন বরিশালের ব্রজমোহন (বিএম)কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দাবি আদায়ে তারা কলেজর সামনের সড়ক অবরোধ করেন।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, “করোনার কারণে এমনিতেই আমরা অনেক পিছিয়ে পড়েছি। আমাদের ব‌্যবহা‌রিক ও মৌ‌খিক পরীক্ষা না হওয়ায় কোথাও চাকরির জন‌্য আবেদনও করতে পার‌ছি না। আমরা চাই, অ‌বিল‌ম্বে আমা‌দের বা‌কি পরীক্ষাগুলো নিয়ে নেওয়া হোক।”

এদিকে অবরোধের ফলে সড়কের দুই পাশে বিপুলসংখ্যক যানবাহন ও সাধারণ মানুষ আটকা পড়েছেন। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দাবি পূরণে ব্যবস্থা নেওয়া হবে বলে কলেজ অধ্যক্ষ শিক্ষার্থীদের আশ্বাস দিলেও আন্দোলনকারীরা অবরোধ তুলে নিতে রাজি হননি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মো. রাসেল জানান, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।