• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৬, ২০২১, ০৮:০৭ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৬, ২০২১, ০৮:০৭ পিএম

বেরোবি ভিসির বক্তব্য অনাকাঙ্ক্ষিত: ইউজিসি

বেরোবি ভিসির বক্তব্য অনাকাঙ্ক্ষিত: ইউজিসি

শিক্ষামন্ত্রী ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) নিয়ে যে বির্তকমূলক বক্তব্য রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ দিয়েছেন সেটি অনাকাঙ্ক্ষিত বলেছে উল্লেখ করেছে সংস্থাটি। 

শনিবার ইউজিসির পরিচালক (জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ) শামসুল আরেফিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই বক্তব্য দিয়েছে সংস্থাটি।

উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ নিজের বিরুদ্ধে ওঠা নানা অনিয়মের অভিযোগ অস্বীকার করে গত বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলন বলেন,  “ইউজিসির ‘এমন তদন্ত’ শিক্ষামন্ত্রীর আশকারায় হয়েছে।” 

এ সময় ইউজিসির মর্যাদা নিয়েও প্রশ্ন তোলেন উপাচার্য।

উপাচার্যের ওই বক্তব্যে ইউজিসি বলেছে, উপাচার্যের মতো দায়িত্বশীল পদে অধিষ্ঠিত একজন ব্যক্তির কাছ থেকে এটি কোনোভাবেই প্রত্যাশিত নয়। শিক্ষা মন্ত্রণালয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বড় ধরনের অনিয়মের অভিযোগ উত্থাপিত হলে তা তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য ইউজিসিকে দায়িত্ব দেওয়া হয়। তারা তথ্য–উপাত্ত বিশ্লেষণ, সরেজমিনে পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সম্পূর্ণ প্রভাবমুক্ত হয়ে একটি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন তৈরি করে।