• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৪, ২০২১, ০৮:০৩ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৪, ২০২১, ০৮:০৩ পিএম

খুলে দেওয়া হলো ঢাবির একটি প্রবেশ পথ

খুলে দেওয়া হলো ঢাবির একটি প্রবেশ পথ

খুলে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধ থাকা দুইটি গেইটের একটি। করোনার জন্য গত বছর থেকে বন্ধ ছিল ফুলার রোডের প্রবেশপথ ও নীলক্ষেত প্রবেশপথ। বাঁশের ব্যারিকেড ও কাঁটাতার দিয়ে গেইট দুইটি বন্ধ রাখা হয়েছিল। এর মধ্যে নীলক্ষেতের প্রবেশ পথটি খুলে দেওয়া হয়েছে।

রোববার (১৪ মার্চ) এ প্রবেশপথটি খুলে দেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, “করোনার কারণে আমরা দীর্ঘ এক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইটি প্রবেশপথ বন্ধ রেখেছিলাম। এখন পরিস্থিতি বিবেচনায় একটি প্রবেশদ্বার খুলে দিয়েছি।”

তিনি আরো বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ১৭ মে’তে খুলে দেওয়ার কথা। সেই বিষয়টি বিবেচনায় রেখে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও পূর্ব প্রস্তুতি স্বরূপ আমরা নীলক্ষেত গেইটের ব্যারিকেড তুলে দিয়েছি। যদি করোনার প্রকোপ বৃদ্ধি পায় তাহলে হয়তো আবারও আমরা প্রবেশপথটি বন্ধ করে দিবো।"

দুইটি প্রবেশপথ বন্ধ থাকলেও শাহবাগ, চানখারপুল, পলাশী ও হাইকোর্ট রোডের প্রবেশদ্বারগুলো আগের মতোই খোলা ছিল।