• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মার্চ ২৪, ২০২১, ০১:০০ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৪, ২০২১, ০১:২৫ পিএম

৪০তম বিসিএস

১৮০ জনের মৌখিক পরীক্ষার তারিখ পিছিয়েছে

১৮০ জনের মৌখিক পরীক্ষার তারিখ পিছিয়েছে

৪০তম বিসিএসের (সাধারণ ক্যাডার) মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৩০ মার্চের পরিবর্তে তা অনুষ্ঠিত হবে ১৫ জুন। ফলে ১৮০ জন পরীক্ষার্থীর মৌখিক পরীক্ষা ১৫ জুন অনুষ্ঠিত হবে।

বুধবার (২৪ মার্চ) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র শবে বরাত উপলক্ষে ৩০ মার্চ অনুষ্ঠেয় ৪০তম বিসিএস পরীক্ষার সাধারণ ক্যাডারের মোট ১৮০ জন পরীক্ষার্থীর মৌখিক পরীক্ষার তারিখ আগামী ১৫ জুন পুনর্নির্ধারণ করা হলো।

গত ১৬ ফেব্রুয়ারি থেকে ৪০তম বিসিএস সাধারণ ক্যাডারের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪ হাজার ১৫০ জনের মৌখিক পরীক্ষা শুরু হয়।

৪০তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে।