• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৩১, ২০২১, ১২:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৩১, ২০২১, ১২:৪৯ পিএম

ঢাবিতে ভর্তি আবেদনের শেষ দিন আজ

ঢাবিতে ভর্তি আবেদনের শেষ দিন আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) বর্ষের ভর্তির অনলাইন আবেদন শেষ হবে আজ ৩১ মার্চ (বুধবার) রাত ১২টায়। আগামীকাল ১ এপ্রিলে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর শেষ দিন।

৮ মার্চ বিকাল ৪টা থেকে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন কার্যক্রম চালু করে ঢাবি ভিসি ড. মো. আখতারুজ্জামান। 

আবেদন শুরু হওয়ার দুইদিনের মাথায় সার্ভার সমস্যার কারণে ১০ মার্চ থেকে ১৪ মার্চ রাত ৮টা পর্যন্ত ভর্তি আবেদন সাময়িক বন্ধ রাখা হয়েছিল। এছাড়া আবেদনের সময় শিক্ষার্থীরা তথ্যের অমিল, আবেদন গ্রহণ না হওয়া, ছবি সংক্রান্ত বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়। 

আবেদনের সময় বৃদ্ধি হবে কি না, এমন প্রশ্নের জবাবে ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, “আমরা ভর্তি আবেদনের মেয়াদ বৃদ্ধি করছি না। আমাদের সার্ভারে প্রথম দিকে অধিক চাপের কারণে কিছু সমস্যা হলেও সেটি কাটিয়ে উঠতে পেরেছিলাম। এ বছর একটু ভিন্ন ভাবে আবেদন গ্রহণ করেছি আমরা। শিক্ষা বোর্ড থেকে শিক্ষার্থীদের ডাটা গ্রহণ করায় সেখানে কিছুটা সমস্যা ছিল। তবে দুই দফা নতুন করে ডাটা নেওয়ার পরেও সর্বশেষ ২২ মার্চ আমরা নির্ভুল ডাটা পাই। শেষ সপ্তাহে আমাদের ভর্তি আবেদন কার্যক্রমে কোনো সমস্যা হয়নি।”

মোস্তাফিজুর রহমান আরও বলেন, “এখন পর্যন্ত আমরা ৪ লাখের কাছাকাছি আবেদন পেয়েছি। আজকে শেষ দিনে আরো অনেক আবেদন জমা পড়বে। আশা করছি আমরা সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষার কার্যক্রম শেষ করতে পারব।”