• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১, ১২:৫২ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৮, ২০২১, ১২:৫২ পিএম

ঢাবি শিক্ষার্থীদের টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা

ঢাবি শিক্ষার্থীদের টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে টিকা কার্যক্রম শুরু হয়। চলমান টিকা কার্যক্রমের তিন মাস হতে চললেও টিকা কার্যক্রমের বাইরেই রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে ভারত টিকা রপ্তানি বন্ধ করায় টিকার সংকট শুরু হয়েছে দেশে। 

মার্চ মাসের শেষ সপ্তাহে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৭ এপ্রিল (শনিবার) থেকে শুরু হওয়ার কথা টিকা কার্যক্রম। তবে গতকাল ১৭ এপ্রিল অতিক্রম করলেও টিকার পাওয়ার নিশ্চয়তা নেই ঢাবি শিক্ষার্থীদের। 

টিকা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান বলেন, “বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল থেকে তথ্য ভেরিফাই করে ইউজিসিকে পাঠানো হয়েছে। তবে টিকার সংকট থাকায় অনেকটা সংশয় রয়েছে শিক্ষার্থীদের সিগরই টিকা পাওয়া নিয়ে। তবে এটি জাতীয় বিষয়।”

টিকার ব্যাপারে জানতে চাওয়া হলে ঢাবি উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, “টিকা জাতীয় সিদ্ধান্ত। আমাদের কিছুই করার নেই। আমরা ইউজিসিকে নাম পাঠিয়েছি। কবে নাগাদ শিক্ষার্থীরা টিকা পাবে সে ব্যাপারে আমরা এখনও জানি না।”

এদিকে টিকা না দিয়ে বিশ্ববিদ্যালয় খুলতে নারাজ বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী মে মাসের ১৭ তারিখ হল ও ২৪ তারিখ বিশ্ববিদ্যালয়ের খোলার কথা থাকলেও পেছাতে পারে তারিখ। 

উপাচার্য বলেন, “মহামারীতে আমরা জাতীয় সিদ্ধান্তকে গ্রহণ করবো। বর্তমান পরিস্থিতি বিবেচনায় তারিখ পেছাতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলও জাতীয় সিদ্ধান্তের বাইরে সিদ্ধান্ত নিবে না। সবাইকে ধৈর্য ধারণ করতে হবে।”