• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১, ০৫:০৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৫, ২০২১, ০৫:০৬ পিএম

১ মে থেকে ২৩ দিনের ছুটিতে জাবি

১ মে থেকে ২৩ দিনের ছুটিতে জাবি

১ মে, গ্রীষ্মকালীন, শব-ই-কদর, জুমাতুল বিদাসহ ঈদের জন্য ২৩ দিনের ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এ সময় সকল ধরনের অনলাইন ক্লাস বন্ধ থাকবে।

রোববার (২৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ এপ্রিলের সিন্ডিকেটের বিশেষ ভার্চুয়াল সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২ মে থেকে ২৩ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসসমূহ ও ইউকেন্ড প্রোগ্রাম বন্ধ থাকবে। এছাড়া ৩ মে থেকে ১৬ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক অফিস বন্ধ থাকবে।

গত ২২ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রী দীপু মনি আগামী ১৭ মে থেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর হল খুলে দেওয়া হবে বলে জানিয়েছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস শুরু হবে আগামী ২৪ মে থেকে বলেও জানান তিনি।

এদিকে ২৩ মে পর্যন্ত সকল ধরনের অনলাইন ক্লাস বন্ধ থাকলেও সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৭ মে থেকে হল খুলে দেওয়া হবে বলে ঢাকা জানান বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক আমির হোসেন। তিনি বলেন, “১৭ মে থেকে হল খোলার এবং ২৪ মে থেকে ক্লাস চালু করার ব্যাপারে নির্দেশনা রয়েছে। অন্য কোনো নির্দেশনা না আসলে ১৭ মে হল খোলা হবে।”