• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ৫, ২০২১, ১১:০৪ এএম
সর্বশেষ আপডেট : মে ৫, ২০২১, ১১:০৯ এএম

৫৪ হাজার শিক্ষক পদে আবেদন ৯০ লাখ

৫৪ হাজার শিক্ষক পদে আবেদন ৯০ লাখ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার ৩০৪ জন শিক্ষক নিয়োগের জন্য তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ। সোমবার (৩ মে) মধ্যরাতে শেষ হয়েছে আবেদনের সময়সীমা। তাতে দেখা গেছে, বিভিন্ন পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৯০ লাখ। অর্থাৎ প্রতি পদের জন্য আবেদন জমা পড়েছে ১৬০ জনের বেশি।

এনটিআরসিএ সূত্র জানিয়েছে, একজন প্রার্থী একাধিক প্রতিষ্ঠানে আবেদন করতে পারেন। সে হিসেবে মোট কতজন প্রার্থী আবেদন করেছেন, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে মোট আবেদন জমা পড়েছে ৯০ লাখ।

এবার আবেদন প্রতি ফি নেওয়া হয়েছে ১০০ টাকা, যা টেলিটক ফোনের মাধ্যমে আবেদনকারীকে জমা দিতে হয়েছে। সে হিসেবে ফি বাবদ এনটিআরসিএ পেয়েছে ৯ কোটি টাকা।

এর আগে ৩০ মার্চ তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫৪ হাজার ৩০৪টি শূন্য পদের মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ১০১টি পদ রয়েছে। এর মধ্যে এমপিওভুক্ত পদ ২৬ হাজার ৮৩৮টি। মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে মোট শূন্য পদ ২০ হাজার ৯৯৬টি। এর মধ্যে ১৯ হাজার ১৫৪টি এমপিওভুক্ত।