• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ৬, ২০২১, ০৮:০৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ৬, ২০২১, ১১:১৬ পিএম

পাবলিক বিশ্ববিদ্যালয়

সেশন জট কমাতে অনলাইনে পরীক্ষার সিদ্ধান্ত

সেশন জট কমাতে অনলাইনে পরীক্ষার সিদ্ধান্ত

করোনা পরিস্থিতি বিবেচনা করে সেশন জট কমাতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বৃহস্পতিবার (৬ মে) পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, আমরা আন্তর্জাতিক মান বজায় রেখে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে পরীক্ষা নেওয়ার অনুমতি দিতে সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ববিদ্যালয়গুলো তাদের অ্যাকাডেমিক কাউন্সিল বা সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে পরামর্শের পর অনলাইনে পরীক্ষা নিতে পারবে।

এরই মধ্যে অনলাইন পরীক্ষা নেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় খসড়া গাইডলাইন তৈরি করতে একটি কমিটি গঠন করেছে। কমিটি এ বৈঠকে তাদের তৈরি গাইডলাইন উপস্থাপন করে।