• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ১৬, ২০২১, ০২:১১ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৬, ২০২১, ০৩:১২ পিএম

প্রগতিশীল ছাত্র জোটের মিছিলে পুলিশি বাধা, ধস্তাধস্তি

প্রগতিশীল ছাত্র জোটের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। রোডম্যাপ ঘোষণা করে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসহ ৪ দফা দাবিতে সংগঠনটি শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করলে তারা বাধার সম্মুখীন হয়।   

বুধবার (১৬ জুন) দুপুরে সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল শুরু হয়। এরপর মিছিলটি শহীদ মিনার, দোয়েল চত্বর, কদমফোয়ারা মোড় হয়ে সচিবালয়ের সামনে গেলে পুলিশ আটকে দেয়।

নেতা-কর্মীরা ব্যারিকেড সরিয়ে ফেলার চেষ্টা করলে তাদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। পরে সেখানেই সমাবেশ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, বাংলাদেশ ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মহি উদ্দিনসহ অনেকেই। 

এ সময় জোটের নেতা-কর্মীরা ‘শিক্ষা কোনো পণ্য নয়’, ‘শিক্ষা আমার অধিকার’, ‘কর আরোপ যেখানে, লড়াই হবে সেখানে’, ‘স্কুল কলেজ খুলে দাও, নইলে গদি ছেড়ে দাও’, ‘শিক্ষার ওপর কর আরোপ চলবে না, বাতিল করো’ ইত্যাদি স্লোগান দেন।