• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০১:২১ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৪, ২০২১, ০১:২১ এএম

কবে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধ তালা ?

কবে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধ তালা ?
ফাইল ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯)— এর উচ্চ সংক্রমণ হারের কারণে সরকার এখনই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার ঘোষণা দিচ্ছে না। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

সোমবার (১২ জুলাই) ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর ও ইউনেস্কোর মহাপরিচালক অড্রে অ্যাজুলের এক যৌথ বিবৃতি প্রকাশিত হওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।

ওই বিবৃতিতে প্রজন্মগত বিপর্যয় এড়াতে নিরাপদে স্কুলগুলো খুলে দেয়াকে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব সংস্থা দুটি।

জানতে চাইলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলতে চায়। তবে, করোনা ভাইরাসের উচ্চ সংক্রমণ হারের কারণে আমরা এখনই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো আবার খুলতে পারছি না।’

তিনি বলেন, ‘কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়া যেতে পারে সেই লক্ষ্যে সরকার কাজ করছে।’

স্কুলগুলো খুলে দেয়ার বিষয়ে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি ও সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।’

সরকার স্কুলগুলো খুলে দেয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতিতে আছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘এরই মধ্যে মাধ্যমিকের প্রায় ৬৫ শতাংশ ও প্রাথমিকেরও কিছু শিক্ষককে ভ্যাকসিন দেয়া হয়েছে।  শিগগিরই ৮০ থেকে ৯০ শতাংশ শিক্ষককে টিকা দেয়া হবে। অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আবাসিক শিক্ষার্থীরা ভ্যাকসিন পাচ্ছেন। এটি আবার শিক্ষাপ্রতিষ্ঠান চালু করার পক্ষে একটি বড় ব্যবস্থা।’

এখনও ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকা দেয়ার পরিকল্পনা সরকারের নেই।

জাগরণ/এমএ