• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৩০, ২০২১, ১১:২৬ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩০, ২০২১, ১১:২৬ এএম

প্রাথমিক শিক্ষকদের টিকা নিতে হবে ১১ আগস্টের মধ্যে

প্রাথমিক শিক্ষকদের টিকা নিতে হবে ১১ আগস্টের মধ্যে
ফাইল ছবি

প্রাথমিক শিক্ষাসংশ্নিষ্ট শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সবাইকে আগামী ১১ আগস্টের মধ্যে করোনাভাইরাস (কোভিড-১৯)—টিকা নেয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

১২ আগস্ট (বৃহস্পতিবার) এর মধ্যে টিকার বিস্তারিত তথ্য অধিদফতরে পাঠাতে বলা হয়েছে।

২৮ জুলাই (বুধবার) এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে বিভাগীয় উপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তা, সব পিটিআইর সুপারিনটেনডেন্ট, উপজেলা ও থানা রিসোর্স সেন্টারকে টিকার তথ্য পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মুনসুরুল আলম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে সব শিক্ষকের টিকাদান নিশ্চিত করা হবে। এ কারণে সবাইকে বাধ্যতামূলক টিকা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, কারা টিকা নিচ্ছেন, কারা নিচ্ছেন না, টিকা নেয়ার পর কী অবস্থা— এসব বিষয়ে জানাতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

বর্তমানে ভাইরাস থেকে মুক্ত থাকতে সব প্রাথমিক বিদ্যালয় শিক্ষককে টিকা নিতে হবে।

জাগরণ/এসএসকে