• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ০১:২১ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২১, ০১:২১ এএম

ফের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৃক্ষনিধন

ফের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৃক্ষনিধন
সংগৃহীত ছবি

ফের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৃক্ষনিধন।

কেটে ফেলা হয়েছে কলাভবনের পাশের একটি কৃষ্ণচূড়া গাছ। এ নিয়ে ক্ষোভে ফুঁসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মানেই যেন তারুণ্যের উচ্ছ্বাস। তুমুল আড্ডা, ঝাঁঝালো স্লোগান আর পায়ে পা মেলানো মিছিলে, আজলা ভরা শান্তির পরশ বুলিয়ে দেয় কতশত লতা-গুল্ম-বৃক্ষরাজি।

বিথীকার সবুজ প্রান্তরে দ্রোহের বীজ বোনে কৃষ্ণচূড়ার রক্তিম আভা। এর ফাঁকে আবাস গড়ে, খেলে লুকোচুরি কাঠবিড়ালি-শালিক-চড়ুই।

প্রাণের ছন্দে দেয় টান, কাস্তে-করাতের শান। আর তাতে খান খান হয়, কৃষ্ণের বুক, বিচ্ছিন্ন চূড়া ছড়িয়ে ছিটিয়ে আছে রাস্তায়। খণ্ড-বিখণ্ড কাণ্ড-শাখা যেন শেল হয়ে বিঁধে সৌন্দর্যপ্রেমী শিক্ষক-শিক্ষার্থীদের বুকে।

আহত শরীর নিয়ে এখনও দাঁড়িয়ে আছে বয়সী কৃষ্ণচূড়া আর অপেক্ষা মুখ থুবড়ে পড়ার। তবুও নিজেদের পক্ষে সাফাই গাইলেন গাছকাটা কমিটির সাথে জড়িতরা।

উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের মুখে নেই সদুত্তর, আছে কেবলই উন্নয়নের বুলি।

যদিও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন পরিবেশ রক্ষাকর্মীরা।

জাগরণ/এসএসকে