• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ১, ২০২১, ১১:৩৬ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১, ২০২১, ১১:৩৬ এএম

প্রথমবারের মতো বিভাগীয় শহরে ঢাবির ভর্তি পরীক্ষা শুরু

প্রথমবারের মতো বিভাগীয় শহরে ঢাবির ভর্তি পরীক্ষা শুরু
সংগৃহীত ছবি

‘ক’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা।

শুক্রবার (১ অক্টোবর) বেলা ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত চলবে পরীক্ষা। এবারই প্রথম ঢাকার বাইরে ৭ বিভাগীয় শহরের ৭ কেন্দ্রে নেয়া হচ্ছে ভর্তি পরীক্ষা।

কেন্দ্রগুলো হচ্ছে— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ ইউনিটে ৭ হাজার ১৪৮টি আসনের বিপরীতে মোট ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

সূচি অনুযায়ী ২ অক্টোবর ‘খ’ ইউনিট, ২২ অক্টোবর ‘গ’ ইউনিট এবং ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

‘চ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ অক্টোবর। ‘চ’ ইউনিট ছাড়া সব ক’টি ইউনিটের পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে।

জাগরণ/এসএসকে