• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২, ১২:৫৯ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৬, ২০২২, ১২:৫৯ এএম

ঢাবিতে আসন সংখ্যা পুনর্বিন্যাসের সুপারিশ

ঢাবিতে আসন সংখ্যা পুনর্বিন্যাসের সুপারিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তির আসন সংখ্যা পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে ডিনস কমিটির সভায় এ সুপারিশ করা হয়। তবে এ সুপারিশের বিষয়ে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় আরও পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে নতুন আসন সংখ্যা কার্যকর হতে পারে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, অবকাঠামো সুবিধার তুলনায় শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় এ উদ্যোগ নেয়া হচ্ছে।

তিনি বলেন, আসন সংখ্যা পুনর্বিন্যাস করা হবে। অর্থাৎ কোনও কোনও বিভাগ এবং ইনস্টিটিউটে এখন যে আসন আছে তা কমতে পারে। আবার কোনও কোনও ক্ষেত্রে বাড়তেও পারে৷

১৯২১ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর শিক্ষক-শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও অবকাঠামো সুবিধা সে হারে বাড়েনি। এতে আবাসন সংকটসহ নানা সংকট তৈরি হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো সমস্যা সমাধানে একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।

জাগরণ/এসএসকে