• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ১২:৩৪ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৫, ২০২২, ১২:৩৪ এএম

মশাল হাতে শাবির আন্দোলনকারী শিক্ষার্থীরা

মশাল হাতে শাবির আন্দোলনকারী শিক্ষার্থীরা
সংগৃহীত ছবি

উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) আন্দোলনরত শিক্ষার্থীরা আবারও মশাল মিছিল করেছেন।

সোমবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মিছিল করা হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে শেষ হয়। এসময় উপাচার্যকে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। ছয় শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো এই দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল হয়েছে।

উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে দেয়ালে দেয়ালে চিকা মেরেছেন। এই চিকা মারায় অনেক প্রতিবাদী ভাষা এবং উপাচার্য বিরোধী স্লোগান লেখা আছে।

গতরাতে গোলচত্বরের অর্ধেক অংশজুড়ে ‘পতন পতন পতন চাই, স্বৈরাচারের পতন চাই’, ‘যেই ভিসি মিথ্যা বলে, সেই ভিসি চাই না’, ‘যেই ভিসি বোমা মারে, সেই ভিসি চাই না’, ‘স্বৈরাচার নিপাত যাক, শাবিপ্রবি মুক্তি পাক’ ইত্যাদি স্লোগান লেখা হয়।

জাগরণ/কেপি