• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১২, ২০২২, ০৬:৫২ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১২, ২০২২, ০৬:৫২ পিএম

পদ্মা সেতু উদ্বোধনের দিন এসএসসির পরীক্ষা হবে না

পদ্মা সেতু উদ্বোধনের দিন এসএসসির পরীক্ষা হবে না

আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন হবে। এ উপলক্ষে মাদারীপুরের শিবচরে অনুষ্ঠেয় প্রধানমন্ত্রীর জনসভায় ১০ লাখ মানুষের সমাগমের আশা করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এমন বাস্তবতায় এসএসসি পরীক্ষা এগোনোর খবর দিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। 

পদ্মা সেতু উদ্বোধনের দিন এসএসসির পরীক্ষা হবে না। পরীক্ষাটি এক দিন এগিয়ে ২৪ জুন নেয়া হবে।

সচিবালয়ে এসএসসি পরীক্ষা উপলক্ষে রোববার আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, ‘শুধু ২৫ জুনের পরীক্ষা পরিবর্তন হবে। অন্যান্য পরীক্ষার সময় সূচি অপরিবর্তিত থাকবে।

‘পরীক্ষা অনুষ্ঠানের নিয়ম একই। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে হলে ঢুকতে হবে। কোনো কারণে দেরি হলে নির্দিষ্ট রেজিস্টারে যাবতীয় তথ্য লিপিবদ্ধ করতে হবে। কেন্দ্র সচিব ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না। মোবাইলটাও হবে ফিচার ফোন। কোথাও কোনো অনিয়ম বেআইনি কিছু ঘটলে কঠোর ব্যবস্থা, তিনি যেই হোন না কেন।’

এসএসসি পরীক্ষা উপলক্ষ্য সারাদেশে ১৫ জুন থেকে ৭ জুলাই কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানান তিনি।

আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন হবে। এ উপলক্ষে মাদারীপুরের শিবচরে অনুষ্ঠেয় প্রধানমন্ত্রীর জনসভায় ১০ লাখ মানুষের সমাগমের আশা করছে ক্ষমতাসীন দল। এমন বাস্তবতায় পরীক্ষা এগোনোর খবর দিলেন মন্ত্রী।

দীপু মনি বলেন, ‘এসএসসি পরীক্ষা উপলক্ষে সারা দেশে কোচিং সেন্টার বন্ধ থাকবে ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত।

‘কোচিং বা প্রাইভেট পড়া মানেই মন্দ নয়, কিন্তু সেসবকে কেন্দ্র করে অনৈতিক চর্চা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সব শিক্ষার্থী স্কুল-কলেজের ক্লাস থেকে সমানভাবে শিখতে পারে না। তাদের কোচিং বা প্রাইভেট পড়তে হয়।’

তিনি বলেন, ‘নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হলে কোচিং বা প্রাইভেট পড়া হয়তো লাগবে না। তবে এ নিয়ে বলা যাবে নতুন শিক্ষাক্রম প্রয়োগের পর থেকেই।’

চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে ১৯ জুন, চলবে ১৩ জুলাই পর্যন্ত। বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হবে এবারের এসএসসি। তত্ত্বীয় পরীক্ষা চলবে ৬ জুলাই পর্যন্ত। ১৩ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে নিতে হবে ব্যাবহারিক পরীক্ষা। সব পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১২টায়।

শিক্ষামন্ত্রী জানান, এ বছর ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। সারাদেশে তিন হাজার ৭৯০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর নয়টি সাধারণ বোর্ডে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন এবং দাখিলে দুই লাখ ৬৮ হাজার ৪৯৫ জন ও কারিগরিতে এক লাখ ৬৩ হাজার ৬৬২ জন পরীক্ষায় অংশ নেবে।