• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০১৯, ০৯:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৫, ২০১৯, ০৯:৫৪ পিএম

ভারত গেলেন নির্বাচন কমিশনার শাহাদাত, ১৮ এপ্রিল যাবেন মাহবুব

ভারত গেলেন নির্বাচন কমিশনার শাহাদাত, ১৮ এপ্রিল যাবেন মাহবুব
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী - ফাইল ছবি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ভারতের ব্যাঙ্গলোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় স্ত্রীর চিকিৎসার জন্য তার এই ভারতযাত্রা। এই নির্বাচন কমিশনারের ব্যক্তিগত কর্মকর্তা মো. হাইউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (১৪ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সহকারী সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক নথি থেকে শাহাদাত হোসেন চৌধুরীর ভারত যাওয়ার বিষয়টি জানা যায়।

নথিতে বলা হয়, কমিশনার শাহাদাত হোসেন চৌধুরীর স্ত্রী সারওয়াত চৌধুরী চিকিৎসার জন্য ব্যাঙ্গলোর যাচ্ছেন। স্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন কমিশনার শাহাদাত হোসেন। আগামী ১৯ এপ্রিল পর্যন্ত তিনি ভারতে অবস্থান করবেন।

নিয়ম অনুযায়ী, কমিশনারের স্ত্রী হওয়ায় সারওয়াত চৌধুরীর চিকিৎসাসহ যাবতীয় খরচ বহন করবে ইসি। কমিশনারের ব্যয়ও বহন করবে ইসি।

ইসির এই কর্মকর্তার সই করা আরেক নথি থেকে জানা গেছে, মেডিকেল বোর্ডের পরামর্শে চিকিৎসার জন্য আগামী ১৮ এপিল ভারত যাচ্ছেন আরেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। ২৫ এপ্রিল তার ঢাকায় ফেরার কথা রয়েছে। এ কমিশনারের সফরসঙ্গী হবেন তার মেয়ে আইরিন মাহবুব।

এইচএস/ এফসি