• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২১, ২০১৯, ০৫:০৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ২১, ২০১৯, ০৫:০৪ পিএম

বগুড়া-৬ উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ওমর

বগুড়া-৬ উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ওমর
মো. নুরুল ইসলাম ওমর


জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, জেলা সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. নুরুল ইসলাম ওমরকে। তিনি লাঙ্গল প্রতীক নিয়ে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মঙ্গলবার (২১ মে) জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক রাজ্জাক খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। নুরুল ইসলাম দশম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে নির্বাচিত হন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু তিনি শপথ না নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ২৪ জুন এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে গতকাল ২০ মে আওয়ামী লীগ বগুড়া-৬ আসনের প্রার্থী ঘোষণা করে। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টি জামান নিকেতাকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি নৌকা প্রতীক নিয়ে এই উপ- নির্বাচনে লড়বেন। তবে এখনও বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করেনি।

এএইচএস/আরআই