• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৩, ২০১৯, ০৯:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৩, ২০১৯, ০৯:৩৩ পিএম

ল্যাপটপ-প্রিন্টার কেনায় অনিয়ম, তদন্তের নির্দেশ সিইসির

ল্যাপটপ-প্রিন্টার কেনায় অনিয়ম, তদন্তের নির্দেশ সিইসির
কে এম নূরুল হুদা - ফাইল ছবি

৫১৯টি উপজেলা ও থানা নির্বাচন অফিসের জন্য ল্যাপটপ ও প্রিন্টার কেনার টেন্ডারে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। রোববার (২৩ জুন) কমিশন সচিবকে তিনি এ নির্দেশ দেন।

বিষয়টি তদন্ত করতে সচিবকে লিখিত নির্দেশনায় সিইসি বলেন, অভিযোগ সত্য হলে ব্যবস্থা নিন। কোনো রকম অনিয়মের মাধ্যমে যেকোনো ক্রয়-প্রক্রিয়া চলতে দেয়া যাবে না।

এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব মো. আলমগীর বলেন, বিষয়টি নিয়ে সিইসির সঙ্গে কথা হয়েছে। সিইসি আমাকে বিষয়টি তদন্ত করে দেখার জন্য বলেছেন। আমরা এসব জিনিসপত্র কেনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চাইব। এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিতে হবে। তবে কোনো ধরনের আর্থিক অনিয়ম সহ্য করা হবে না।

জানা যায়, সম্প্রতি ৫১৯টি উপজেলা নির্বাচন অফিসের জন্য ১ হাজার ৩৮টি ল্যাপটপ, ৫১৯টি প্রিন্টার ছাড়াও পোর্টেবল হার্ডড্রাইভ, ক্যামেরার চার্জার ও ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রপাতি কিনতে যাচ্ছে ইসি। আর এসব কেনাকাটার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠলে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন সিইসি।

এইচএস/ এফসি