• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ৩০, ২০১৯, ০১:২০ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৩০, ২০১৯, ০১:২০ পিএম

শতভাগ ভোট স্বাভাবিক নয়, ইসির করণীয়ও নেই : সিইসি

শতভাগ ভোট স্বাভাবিক নয়, ইসির করণীয়ও নেই : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা

একাদশ জাতীয় নির্বাচনে বেশকিছু কেন্দ্রে শতভাগ ভোট পড়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, শত ভাগ ভোট পড়া কোন স্বাভাবিক ঘটনা নয়। তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের করণীয় কিছু নাই।

রোববার (৩০ জুন) সকালে রাজধানীর লালবাগ সরকারি মডেল স্কুল ও কলেজে ভোটার তালিকা হালনাগাদের প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, ভোটের পরপরই ফলাফল গেজেট আকারে প্রকাশ হয়ে যায়। গেজেট প্রকাশের পর ইসির কিছু করার থাকে না। তাই খতিয়ে দেখার সুযোগ নাই। প্রিজাইডিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা যেহেতু এ বিষয়ে আগে কিছু জানাননি তাই এখন ইসির কিছু করার নাই।

সিইসি আরো বলেন, আদালতে মামলা করলে আদালত যদি নির্বাচন বাতিল করে আবার নির্বাচন দিতে বলে সেটি আদালতের এখতিয়ার। 

অনুষ্ঠান উদ্বোধন করে সিইসি বলেন, এখন থেকে ভোটে অনিয়ম দূর করতে ইভিএমে ভোটগ্রহণ করা হবে।

এইচএস/টিএফ